দোকান মালিক সমিতির ভোট ২৩ নভেম্বর: চলছে জমজমাট প্রচারণা

এম.কলিম উল্লাহ উখিয়া:

উখিয়ার ব্যস্ততম বাণিজ্যিক ষ্টেশন কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেড এর ৩য় তম কার্যকরী পরিষদ নির্বাচনে আগামী ২৩শে নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কার্যকরী পরিষদ নির্বাচনে প্রার্থীদের চলছে জমজমাট প্রচারণা।

কোট বাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর যাত্রা শুরু হয় ২০১১ সালের ১মে যার নিবন্ধন নং-১৮৭৭।

উখিয়া উপজেলা সমবায় কর্মকর্তা কবির আহাম্মদ এর ২২ অক্টোবর ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩০ অক্টোবর বুধবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে নির্বাচন কমিশনের কার্যালয়ে- সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধক্ষ্য, পরিচালক পদে মোট ২৫ জন প্রার্থী নির্বাচন কমিশনারের হাতে মনোনয়নপত্র জমা দিয়েছেন। গত ১২ নভেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে, নিজ নিজ প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারণায় মাঠে নামে প্রার্থীগণ।

দিনরাত চলছে নির্বাচনী প্রচারণা প্রতিটা মার্কেটের দোকানে দোকানে ভোট ও দোয়া চেয়ে বেড়াচ্ছেন প্রার্থীরা। বিশ্রাম নেই সবার সাথে কোলাকুলি, কুশল বিনিময়, সৌহার্দ্য, ভালোবাসায় একে অপরের মন জয় করার মধ্য দিয়ে কাটছে দিন রাত। ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে পুরো কোটবাজার স্টেশন।

কোটবাজারের ব্যবসায়ী ভোটারদের মাঝে নির্বাচনী খুশির আমেজ বইছে। ব্যবসায়ীরা যোগ্য প্রার্থী বাছাইয়ে সচেতন, তারা চাই যোগ্যরা সামনে এগিয়ে আসুক, যাতে আগামী দিনে কোটবাজার ব্যবসায়ী সমিতি লিমিটেড সাফল্যের উচ্চ শিখরে পৌছতে পারে।

কোটবাজার দোকান মালিক সমিতি লিমিটেড এর সভাপতি পদে তিনজন প্রার্থী যথাক্রমে,
১. আবু ছিদ্দিক সওঃ-আনারস মার্কা
২. মোঃ দেলোয়ার হোসেন -চেয়ার মার্কা
৩. মোহাম্মদ ফরিদ উদ্দিন- ছাতা মার্কা।

সহ-সভাপতি পদে তিনজন প্রার্থী যথাক্রমে,
১. খোরশেদ আলম বাবুল-টিউবল মার্কা
২. চিত্ত রঞ্জন ঘোষ -কাপ পিরিচ মার্কা
৩. হাফেজ মোকতার-গোলাপ ফুল মার্কা।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী যথাক্রমে,
১. মোহাম্মদ জসিম উদ্দিন সওদাগর-ঘোড়া মার্কা
২. বিজন বড়ুয়া-শাপলা ফুল মার্কা
৩. আব্দুর রহমান- প্রজাপতি মার্কা।

কোষাধ্যক্ষ পদে দুইজন প্রার্থী যথাক্রমে,
১. মোহাম্মদ হোসাইন-উড়োজাহাজ মার্কা
২. আরিফুল ইসলাম আরিফ-তালা চাবি মার্কা।

পরিচালক পদে চৌদ্দজন প্রার্থী যথাক্রমে,
১. মনিরুল ইসলাম রিয়াদ-মিনার মার্কা
২. মোহাম্মদ শাহজাহান-বই মার্কা
৩. মোঃ বাবুল হোসেন-চাকা মার্কা
৪. মোঃ রাসেল-আম মার্কা
৫. মোহাম্মদ বেলাল-মোটরসাইকেল মার্কা
৬. মোঃ মুক্তার-টেবিল মার্কা
৭. মোঃ হাসান-দোয়াত কলম মার্কা
৮. মোঃ সাইফুল ইসলাম-ফুটবল মার্কা
৯. মোহাম্মদ হাশেম-মোবাইল মার্কা
১০. মোহাম্মদ জাবের-সিএনজি মার্কা
১১. মোঃ সাইফুল ইসলাম-কবুতর মার্কা
১২. মোঃ শাহ আলম-মাছ মার্কা
১৩. মোহাম্মদ মুসলিম উদ্দিন-মই মার্কা
১৪. মোহাম্মদ ইমাম উদ্দিন-হাতপাখা মার্কা।

২৩ নভেম্বর অনুষ্ঠিতব্য কোটবাজার দোকান মালিক সমবায় সমিতি লিঃ এর নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। উপজেলা সমবায় কর্মকর্তা জনাব কবির আহমদ, স্থানীয় ইউপি সদস্য জনাব সেলিম কায়সার, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা হাবিবুর রহমান প্রমুখ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করিবেন।

আরও খবর