সেন্টমার্টিন থেকে রামগঞ্জের মাদক কারবারী আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল •

 
সেন্টমার্টিনদ্বীপে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে লক্ষীপুর রামগন্জ  এলাকার রুবেল নামে এক গাঁজা কারবারীকে আটক করেছে।

তথ্য সূত্রে জানা যায়, গোপন সংবাদের তথ্য অনুযায়ী সেন্টমার্টিন দ্বীপে দায়িত্বরত কোসগার্ড সদস্যরা ১৩ নভেম্বর দুপুরের দিকে টেকনাফ থানার আওয়তাদ্বী সেন্টমার্টিন পূর্ব পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে লক্ষীপুর রামগন্জ থানা এলাকার মৃত আব্দুর রশিদের পুত্র মাদক বিক্রেতা মোঃ রুবেল(২৭)কে আটক করা হয়।

এই সময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার কিয়াত(মিয়ানমার মুদ্রা), ৫০ গ্রাম গাঁজা,২টি মোবাইল ফোন ও মিয়ানমারের তৈরী একটি উদ্ধার করতে সক্ষম হয় কোস্টগার্ড।

এই অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন, কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ শাহ জিয়া। তিনি জানান জিজ্ঞাসাবাদ আটক আসামী স্বীকার করেছে গাঁজা গুলো খুচরা বিক্রি করার জন্য মওজুদ করে রেখেছিল।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করার পর আটক অপরাধীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

আরও খবর