চট্টগ্রামে যুবলীগের সংঘর্ষ: পুলিশের মামলায় অজ্ঞাত আসামি ১৫০

চট্টগ্রাম • চট্টগ্রামের লালদীঘি মাঠে যুবলীগের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা করেছে। মঙ্গলবার গভীর রাতে কোতয়ালী থানার এসআই সঞ্জয় পাল এ মামলা করেন।

কোতয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন গনমাধ্যমকে বলেন, মামলায় পুলিশের বাধা দান, ভাংচুর, পুলিশ সদস্যদের আহত করা, সম্পদের ক্ষতি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা দেড়শজনকে আসামি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার বিকালে লালদীঘি মাঠে চট্টগ্রাম মহানগর যুবলীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলাকালে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও খবর