দুধপানের সময় শিশুকে ছুরি দিয়ে খুঁচিয়ে আহত করল মা!


৮ মাসের ছোট্ট শিশুটিকে বুকের দুধ খাওয়ানোর সময় ৯০ বারের মতো ছুরি দিয়ে আঘাত করেছে তারই মা। ভাগ্যবশত শিশুটি এখনও বেঁচে আছে। চিকিৎসাধীন রয়েছে হাসপাতালে। শিশুটির নাম জিয়াও বাও। ঘটনাটি ঘটেছে পূর্বের চীনের জিয়াংসু প্রদেশের জুঝুতে।

শিশুটি তার মা এবং দুই মামার সাথে থাকে। মামাদের একজন যিনি জিয়াও বাওকে তাদের বাড়ির আঙিনায় রক্তাক্ত অবস্থায় পুকুরে পাড়ে পেয়েছে। এবং তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয়রা জানিয়েছে, শিশুটির মা মানসিক বিকারগ্রস্থ।

প্রতিবেশীরা স্থানীয় সরকারকে অনুরোধ করেছিল শিশুটিকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বলেছে যে তারা তা করবে না।

শিশুটি প্রায় ১০০ টির মতো সেলাই লেগেছে। তার হাত-পা, গুপ্তস্থানসহ বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। শিশুটিকে এখন দেখাশোনা করছে তারই দুই মামা। তবে শিশুটির মায়ের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
সূত্র: ডেইলি মেইল

আরও খবর