ইনানী প্যাবেল স্টোন থেকে পতিতা-খদ্দেরসহ রুম ম্যানেজার আটক

নিজস্ব প্রতিবেদক • 
উখিয়ার পাথর রানী ইনানীতে মাদক, পতিতা ও জুয়ার স্বর্গরাজ্য খ্যাত আবাসিক হোটেল ইনানী প্যাবেল স্টোন থেকে পতিতা-খদ্দেরসহ  রুম ম্যানেজারকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন, প্যাবেল স্টোনের রুম ম্যানেজার সেলিম উদ্দিন, বাকি ২ জনের পরিচয় নিশ্চিত করে জানাতে পারেনি ইনানী পুলিশ ফাঁড়ি।
৯ নভেম্বর শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইনানী প্যাবেল স্টোনের কক্ষ থেকে তাদের আটক করা হয়।
এদিকে হোটেলের অবৈধ কার্যকলাপের হোতা ম্যানেজার মাহফুজুর রহমান আটক না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল। তারা বলেন, রুম ম্যানেজার পতিতাসহ আটক হলেও মুল হোতারা আটক না হওয়ার বিষয়টি রহস্যজনক।
সুত্রে জানা যায়, ইনানীর প্রাকৃতিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে গড়ে উঠা আবাসিক হোটেল ইনানী প্যাবেল স্টোনে দীর্ঘদিন ধরে মাদক, জুয়ার আসর নিয়মিত বসতো নিয়মিত। সন্ধ্যা নামতেই পাল্টে যায় হোটেলটির পরিবেশ। পর্যটক ও স্থানীয় যুবকদের সরবরাহ দেওয়া হয় বিয়ারসহ নানান মাদক দ্রব্য। রিসোর্টের ম্যানেজারের যোগসাজশে হোটেলের বয়রা এইসব মাদক সরবরাহ দিয়ে থাকে। মাদক বিক্রির টাকা ভাগ হয় ম্যানেজার ও বয়দের মাঝে। মাদক সহজলভ্য বিধায় উখিয়ার উঠতি যুবকেরা ভিড় করে এই হোটেলে।
প্রশাসনের নাকের ডগায় এই হোটেলেই বসতো জুয়ার আসর চলতো টানা সপ্তাহের পর সপ্তাহ। আর এই জুয়ার আসরে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প থেকে পতিতা সরবরাহ করতো হোটেল কতৃপক্ষ। এইছাড়াও জুয়ার আসরে সরবরাহ হতো  বিদেশী নানানরকম মাদক। হোটেলটির এই অবৈধ কার্যকলাপ ছিল ওপেন সিক্রেট।
হোটেলটির ম্যানেজার মাহফুজুর রহমানের ইন্ধনে চলা এইসব অবৈধ কার্যকলাপে সমুদ্র তীরবর্তী অবস্থিত রেস্টুরেন্টে মাঝেমধ্যে অতিথি হিসেবে আসা উখিয়ার ইউএনওসহ সরকারী কর্মকর্তার নাম ব্যবহার করার ও অভিযোগ রয়েছে।
এই হোটেলের জুয়ার আসরের নিয়মিত গ্রাহক বর্তমান অনেক জনপ্রতিনিধিসহ প্রভাবশালী রাজনীতিবিদ। আর এদের ব্যবহার করেই এইসব কার্যকলাপকে প্রশাসনের আড়ালে রাখতেন বিএনপি নেতার মালিকানাধীন এই হোটেল ম্যানেজার মাহফুজুর রহমান।
এছাড়াও ইনানী প্যাবেল স্টোনের রিসোর্ট ঘিরে আরো জমজমাট হয়ে উঠেছে ঘন্টা ভিত্তিক রুম ভাড়ার ব্যবসা। সকাল-সন্ধ্যা এনজিওকর্মী ও পতিতাদের ঘন্টাভিত্তিক রুম ভাড়া দিয়ে আয় করছে লাখ লাখ টাকা।
সত্যতা নিশ্চিত করে ইনানী পুলিশ ফাড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান,  গোপন সংবাদের ভিত্তিতে হোটেলটিতে অভিযান চালিয়ে ৩ জনকে আটক করা হয়েছে। পর্যটন জোনে হোটেল গুলোর অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর