আবদুল্লাহ আল আজিজ •
কক্সবাজারস্থ র্যাব-১৫ উখিয়ার বালুখালী এলাকায় অভিযান চালিয়ে ৪০ লাখ টাকার ৭ হাজার ৮২০ পিস ইয়াবা সহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
র্যাব-১৫ এক মেইল বার্তায় জানায়,৯ নভেম্বর শনিবার গোপন সংবাদে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী উখিয়ার বালুখালী এলাকায় কক্সবাজার-টেকনাফ পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে ৯ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় র্যাব-১৫’র একটি দল আভিযান চালিয়ে জোরপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিক উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প, ব্লক-ডি-৩ এর মৃত জামাল হোসেনের পুত্র মোঃ নূর হোসেন (৩০)কে গ্রেফতার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে মোট ৭ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩৯ লক্ষ ১০ হাজার টাকা।
র্যাব-১৫ আরও জানায়, গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-