ডেস্ক রিপোর্ট • চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর নাচ-গানে নিষেধাজ্ঞা জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর থেকে চট্টগ্রামের এ সিভিল সার্জনকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি ভবিষ্যতে আর নাচ-গান করা যাবে না বলেও সাফ জানিয়ে দেয়া হয়েছে।
এর আগে সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী ‘মধু হই হই আরে বিষ খাওয়াইলা’-এই গানটি গেয়ে নেট জগতে রীতিমতো ভাইরাল।
সংশ্লিষ্টদের কথা বলে জানা যায়, সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকীর নাচ-গানের বিষয়টি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নজরে আসে।
এর পরই মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের ওই কর্মকর্তা চট্টগ্রামের এ সিভিল সার্জনকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি জানান ভবিষ্যতে আর নাচ-গান করা যাবে না।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডা. আজিজুর রহমান সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আপনাকে এবারের মতো মাফ করা হয়েছে, সামনে (নাচ-গান) করলে আমরা আর পারবো না আপনাকে রক্ষা করতে।
তিনি আরো বলেন, সিভিল সার্জন পোস্টটা তো অনেক বড়। এই পদে থেকে এ ধরনের আর কিছু করা যাবে না এটাই আমাকে বোঝানো হয়েছে।
তিনি নিজের অবস্থান বুঝাতে গিয়ে বলেন, আমার শত্রুর তো অভাব নেই। তারা কর্তৃপক্ষকে বুঝিয়েছে আমার ব্যক্তিত্ব নেই, আমি ব্যক্তিত্বহীন। ব্যক্তিত্বের একটা বিষয় আছে না।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবির বলেন, সিভিল সার্জন সাহেব গান গাইতেই পারেন। তাতে কোনো সমস্যা নেই। গাড়িতে বসে যে গানটি করেছেন সেটাও তেমন দোষের নয়।
কিন্তু সবচেয়ে দৃষ্টিকটু মনে হয়েছে সুইমিং পুলে হাফপ্যান্ট পরে ‘মেরে আঙ্গেনে মে তুমহারা কিয়া কাম হায়’ গানটি।
একটা দায়িত্বশীল পদে থেকে কোনো সুস্থ মানুষ এভাবে নেচে গেয়ে গান করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিতে পারেন না।
এ বিষয়ে মন্ত্রণালয় থেকে আমার দৃষ্টি আকর্ষণ করে ব্যাপারটি আমাকে দেখতে বলা হয়েছে। আমরা উনাকে (সিভিল সার্জন) তার অবস্থা, এবং সুস্থ ধারার আচরণের বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছি।
এর আগে গত বুধবার রাতে (৩০ অক্টোবর) সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন।
সেখানে দেখা যায়, একটি পাজেরো গাড়ির ভেতরে বসা অবস্থায় আজিজুর রহমান সিদ্দিকী হাততালির মাধ্যমে চট্টগ্রামের বিখ্যাত আঞ্চলিক গান ‘মধু হই হই বিষ খাওয়াইলা’ গানটি গেয়েছেন।
সে সময় সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর সঙ্গে একই তালে-একই সুরে গানটি গান বান্দরবানের সিভিল সার্জন অন সুই প্রু মারমা। আর তাদের এই গানের ভিডিওটি ধারণ করেন চাঁদপুরের সিভিল সার্জন শওকত উল্লাহ।
গানটি ফেসবুকে আফলোড করার পর সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর ফেসবুক ওয়াল থেকে মঙ্গলবার পর্যন্ত ভিডিওটি ১ লাখ ১০ হাজারের বেশি ফেসবুক ব্যবহারকারী দেখেছেন।
লাইক পড়েছে ২ হাজার ২০০, মন্তব্য এসেছে ৫৪টি এবং শেয়ার করেছেন ১২শ’ফেসবুক ব্যবহারকারী। এর বাইরে অসংখ্য ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি ডাউনলোড করে নিজের মতো করে ফেসবুকে আপলোড করেছেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী ব্যক্তিজীবনে বিয়ে করেননি। কুমিল্লায় থাকাবস্থায় গড়ে তুলেছেন ‘চিরকুমার’ সমিতি। বিয়ে, প্রেম-ভালোবাসা সম্পর্কে বলেন, মানুষ আছে বলেই পৃথিবী এত সুন্দর।
যদি পৃথিবী স্বর্গ হতো এবং সেই স্বর্গে মানুষ না থাকত তবে সেটি এমন সুন্দর হতো না। আমি মেয়েদের নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখার চেষ্টা করি। তাই মেয়েদের প্রতি আমার কোনো আকর্ষণ-বিকর্ষণ নেই।
মনের মতো কাউকে পাইনি বলে বিয়ে করিনি, সামাজিক কারণে বিয়ে করতে চাইনি। আমরা ১১ ভাই-বোনের মধ্যে চার ভাই, এক বোনই ডাক্তার। এক ভাই ইঞ্জিনিয়ার। এক বোন শিক্ষক। বাকি চার বোন সমাজকর্মী ও গৃহিণী।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-