মালিতে সামরিক ফাঁড়িতে হামলা, ৫৩ সৈন্য নিহত


আন্তর্জাতিক ডেস্ক • মালির উত্তরপূর্বাঞ্চলে একটি সামরিক ফাঁড়িতে শুক্রবার ‘সন্ত্রাসী হামলায়’ ৫৩ সৈন্য নিহত হয়েছে।

দেশটির সরকারি সূত্রে পাওয়া তথ্যের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, ইসলামি জঙ্গিদের সাম্প্রতিক সহিংস ঘটনার ক্ষেত্রে মালির সামরিক বাহিনীর বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে ভয়াবহ হামলা।

মালির যোগাযোগ মন্ত্রী ইয়াইয়া সানগার এক টুইটে জানান, নাইজেরিয়া সীমান্তবর্তী মানাকা অঞ্চলের ইন্ডিলিমানে ওই সামরিক ফাঁড়িতে হামলায় একজন বেসামরিক নাগরিকও নিহত হয়।

নিহতের সংখ্যার হালনাগাদ তথ্য দিয়ে তিনি লিখেছেন, হামলায় ৫৩ সৈন্য নিহত হয়েছে। বর্তমানে সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধার অভিযান এবং লাশ চিহ্নিত করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

তিনি জানান, ওই সামরিক ফাঁড়ি থেকে ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। হামলায ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে এই হামলার ব্যাপারে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।

এর আগে এক বিবৃতিতে মালির সরকার এ ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা জানিয়ে হামলায় বহুসংখ্যক লোক হতাহত হওয়ার কথা জানায়। তবে তখন তারা নিহতের সংখ্যা জানায়নি।

বিবৃতিতে আরো বলা হয়, ওই এলাকার নিরাপত্তা জোরদারে এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাতে আরো সৈন্য পাঠানো হয়েছে।

শুক্রবারের এ হামলার ঘটনায় কোনো গ্রুপ বা পক্ষ তাৎক্ষণিকভাবে দায়িত্ব স্বীকার করেনি।

উল্লেখ্য, বুরকিনা ফাসো সীমান্তের কাছে জিহাদিদের হামলায় ৪০ সৈন্য নিহত হওয়ার এক মাস পর এ হামলা চালানো হলো

আরও খবর