৩০ হাজার ইয়াবা নিয়ে উখিয়ার ফারুক সহ গ্রেফতার ২

চট্টগ্রাম : পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভোরে নগরের কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ও ডবলমুরিং থানার ডিটি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দুইজন হলেন- কক্সবাজার জেলার উখিয়া উপজেলার খয়রাতিপাড়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে মো. ফারুক (২৫) ও সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোকসাবাড়ি এলাকার নিজাম উদ্দিনের ছেলে মো. সাঈদ (৪২)।

নগর গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মোমিনুল হাসান বলেন, কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার ও ডবলমুরিং থানার ডিটি রোডে পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

এসআই মো. মোমিনুল হাসান বলেন, কোতোয়ালী থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে পিকআপের চাকায় লুকানো ১০ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক ও ডবলমুরিং থানার ডিটি রোড এলাকা থেকে ট্রাকে লুকানো ২০ হাজার পিস ইয়াবাসহ মো. সাঈদকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে সংশিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও খবর