কক্সবাজারের একরাম মেম্বারের লাশ মিললো মর্গে

শাহেদ মিজান •

কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) একরামুল হক প্রকাশ একরাম মেম্বারের লাশ পাওয়া গেছে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে। এর আগে গত ২৯ অক্টোবর কক্সবাজার সদর উপজেলার গেইট থেকে তিনি নিখোঁজ হয়েছিলেন। তার ছোটভাই নূরুল আজিমের বরাত দিয়ে স্থানীয় সাংবাদিক এইচ এন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৯ অক্টোবর পরিষদের উপজেলা পরিষদের গিয়েছিলেন একরামুল হক মেম্বার। সেখান থেকে সকাল ১১টায় একদল সাদা পোশাকধারী নোহা গাড়িতে করে তাকে তুলে নিয়ে যায়। সেই থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের লোকজন। এর মধ্যে আজ বৃহস্পতিবার বিকালের দিকে তার লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পড়ে থাকার খবর পায় পরিবারের লোকজন। পরে তারা মর্গে গিয়ে নিশ্চিত হন। তার শরীরে গুলি আঘাত রয়েছে বলে জানান ছোটভাই নূরুল আজিম।

নিহত একরাম মেম্বারের দুই স্ত্রী এবং এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

এ ব্যাপারে  পুলিশ বা কোনো আইন-শৃঙ্খলা বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।

আরও খবর