আবদুল্লাহ আল আজিজ •
সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য সাকিব আল হাসান নিষিদ্ধ করার ক্ষোভে ফুঁসছে তার উখিয়ার ও সারাদেশের ক্রিকেটভক্ত মানুষরা। গণমাধ্যমে বিষয়টি জানার পর বিভিন্ন স্তরের মানুষ এ ঘটনার প্রতিবাদে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।
সাকিব ষড়যন্ত্রের শিকার পাশাপাশি এটি বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন অনেকে।
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম খেলোয়াড় ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২ বছরের জন্য নিষিদ্ধ এ ঘোষণার পরপরই (২৯ অক্টোবর) মঙ্গলবার রাত ৯টার দিকে কোটবাজার স্টেশনে কিছু কলেজ ও স্কুল পড়ুয়া ছাত্ররা ফেস্টুন লিখে ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করে।
তারা মনে করেন, সাকিব আল হাসান ষড়যন্ত্রের শিকার। আমরা এটি কিছুতেই মানবো না। আইসিসির কাছে আবেদন এটি প্রত্যাহার করা হোক।’
সাকিব আল হাসানকে নিষিদ্ধ করে বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার পরিকল্পনা চলছে। আমরা এটির তীব্র নিন্দা জানাই। সে জুয়াড়ির প্রস্তাব তো আর গ্রহণ করেনি। তাহলে এটি গোপন করায় কেন এত বড় শাস্তি তাকে দেয়া হবে। আইসিসির কাছে এটি প্রত্যাহারের আবেদন জানাচ্ছি আমরা।’
মানববন্ধনে ছিলেন, আসাদ চৌধুরী,বেলাল খান অভি,আল আমিন, এস আই শাকিল, ওমর, আনোয়ার, শাহ কামাল ও রনি।
এদিকে, কক্সবাজার জেলাবাসীসহ সারাদেশের ক্রিকেট প্রেমিরা এ সংবাদে মানসিকভাবে ভেঙে পড়েছেন। হয়েছেন মর্মাহত।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-