নিজস্ব প্রতিবেদক •
উখিয়া রেঞ্জের আওতাধীন থাইনখালী বিটের ময়নারঘোনা মরা গাছতলা নামক স্থানে ২০১৩-১৪ সনের স্বল্পমেয়াদী বাগানের পাহাড় কেটে গড়ে উঠা ১২ টি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় উখিয়া সহকারী কমিশনার (ভূমি) আমিমুল আহসান খানের নেতৃত্বে পুলিশ,বনবিভাগ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া এসিএফ কাজী তারিকুর রহমান,উখিয়া রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বিট কর্মকর্তা ও বনবিভাগের কর্মীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে কাজী তারিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে থাইনখালী বিটের বিভিন্ন স্থানে বনবিভাগের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে উঠছে,এসব দখলদারদের বিরুদ্ধে মামলা করার পরও তারা বেপরোয়া ভাবে দখল প্রবনতা চালিয়ে যাচ্ছে। দখলের হাত থেকে বাদ যাচ্ছেনা স্বল্পমমেয়াদি বাগানও। এসব অবৈধ উচ্ছেদে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরীর নির্দেশনায় কাজ করে যাচ্ছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-