আবদুল্লাহ আল আজিজ,কক্সবাজার জার্নাল •
পুলিশের চলমান বিশেষ অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।
২৯ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে উপজেলার সী-লাইন বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় পুলিশ তার দেহ তল্লাশী করে ৮শ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আটক ব্যক্তি হলেন, টেকনাফের হোয়াইক্যাং কেরানতলীর মৃত নজীর আহমদের ছেলে মোঃ সৈয়দ আলম (৪৫)।
পুলিশ জানায়, চলমান মাদক বিরোধী বিশেষ অভিযানে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবুল মনসুরের নির্দেশনায় এএসআই মোঃ শামীম ভূইয়ার নেতৃত্বে সী-লাইন বাস কাউন্টারের সামনে তাকে আটক করা হয়। এসময় তার কাছে ৮শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটক আসামির বিরুদ্ধে মাদকের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-