বাঁকখালীতে নিখোঁজ যুবক হিরু’র লাশ উদ্ধার

শাহেদ মিজান •

মাছ ধরতে গিয়ে বাঁকখালীতে নদী নিখোঁজ আবু বকর ছিদ্দিক হিরুর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বাঁকখালী নদীর পিএমখালী ছনখোলা ঘাট পয়েন্ট থেকে স্থানীয়রা লাশটি উদ্ধার করেন। নিহতের চাচাতো ভাই শামসুল আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

শামসুল আলম জানান, রোববার (২৭ অক্টোবর) বিকেল ৩ টার দিকে বাঁকখালী নদীতে মাছ ধরতে যায় যুবক আবু বকর ছিদ্দিক হিরু (২৮) । মাছ ধরে সাঁতরে নদী পার হতে গিয়ে নিখোঁজ হন তিনি। এরপর স্থানীয় লোকজন বিভিন্নভাবে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। অবহিত করা হলেও ডুবুরী না থাকায় ফায়ার সার্ভিস কোনো ব্যবস্থা নিতে পারেনি। স্থানীয় জাল ফেলেসহ বিভিন্নভাবে নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশী অব্যাহত রাখে। এক পর্যায়ে ছনখোলা ঘাটের নিখোঁজ হিরুর মরদেহ পাওয়া যায়।

লাশ ইতিমধ্যে বাসায় নিয়ে আসা হয়েছে। এশার নামাজের পর জানাযা শেষে দাফন করা হবে।

আরও খবর