কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ২৫

নিজস্ব প্রতিবেদক •


কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ২৫ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৬ অক্টোবর সকাল ৮টা হতে ২৭ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন…

১। মোঃ মনসুর উদ্দিন, পিতা- নেজাম উদ্দিন, সাং- লাইট হাউস পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

২। মোঃ আব্দুল রহিম প্রঃ রনি, পিতা- মৃত আব্দুল জলিল, সৎ পিতা- আনোয়ার হোসেন প্রঃ রবি, সাং- বইল্যা পাড়া, জাদিরাম পাহাড়, বর্তমানে- দক্ষিণ তারাবুনিয়ারছড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৩। মোঃ কাউছার, পিতা- মুন মিয়া, সাং- রংগীখালী, দক্ষিণ হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

৪। মোঃ মোসলে উদ্দিন, পিতা- সিরাজুল ইসলাম, সাং- মধ্যম মায়ানী, থানা- মিরসরাই, জেলা- ”ট্টগ্রাম,

৫। স্বপন সেন, পিতা- সুদর্শন সেন, সাং- রহমত নগর, থানা- সিতাকুন্ড, জেলা- চট্ট্রগাম,

৬। রুবেল দে, পিতা- বাবুল দে, সাং- হেদাইনগর, থানা- সিতাকুন্ড, জেলা- চট্ট্রগাম,

৭। মোঃ আব্দুল অদুদ, পিতা- মৃত আব্দুল মোতালেব, সাং- ফরহাদ পুর, থানা- সিতাকুন্ড, জেলা- চট্ট্রগাম,

৮। মোঃ বদিউল আলম, পিতা- মোখলেছুর রহমান, সাং- পূর্ব রহমত নগর, থানা- সিতাকুন্ড, জেলা- চট্ট্রগাম

৯। লিমা আক্তার, পিতা- আবুল কালাম, সাং-ছৈয়দ শাহ রোড মাহবুব কলোনী, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম,

১০। তাছলিমা, পিতা- মোঃ সেলিম, সাং- বড় মিয়া মসজিদ আহম্মদ উল্্যাহ, থানা- বাকলিয়া, জেলা- চট্টগ্রাম,

১১। মাইমুনা আক্তার, পিতা- তারিকুল ইসলাম, সাং- তিন ঘড়িয়া ভোলা বআনু মোল্লার বাড়ী, থানা- মিরসরাই

১২। আব্দুর রহিম, পিতা-মৃত আবু আহমদ, সাং- উত্তর গোমাতলী, রিফুজি পাড়া, পোকখালী, থানা ও জেলা- কক্সবাজার।

পরোয়ানা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। নাছিমা আক্তার বাবু, স্বামী- আব্দুল মোতালেব, সাং- দক্ষিণ কলাতলী, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

২। অনিক ইসলাম, পিতা- মৃত আব্দুল মোতালেব, সাং- দক্ষিণ কলাতলী, পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

৩। শাকিল, পিতা- আব্দুস সালাম, সাং- মধ্যম পাড়া, কলাতলী, থানা ও জেলা- কক্সবাজার।

৪। জামাল হোসেন, পিতা- সুলতান আহমদ, সাং- লাইট হাউস পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৫। সৈয়দ করিম, পিতা- সৈয়দ আলম প্রঃ বাচ্চু, সাং- এসএমপাড়া, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- কক্সবাজার।

৬। সাবিনা ইয়াছমিন, স্বামী- দেলোয়ার হোসেন, পিতা- সৈয়দ করিম, সাং- এসএম পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

৭। ওসমান গনি, পিতা- ফকির মোহাম্মদ, সাং- পূর্ব করিম সিকদার পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা- কক্সবাজার।

৮। মোস্তাক আহমদ, পিতা- ফকির আহমদ, সাং- পূর্ব করিম সিকদার পাড়া, ভারুয়াখালী, থানা ও জেলা- কক্সবাজার।

৯। শাহ আলম, পিতা- চাঁদ মিয়া, সাং- নতুন অফিস, থানা ও জেলা- কক্সবাজার।

১০। হারুনুর রশিদ, পিতা- মৃত শাহ আলম, সাং- খোদাই বাড়ী, ইসলামাবাদ, ঈদগাঁও, থানা ও জেলা- কক্সবাজার।

১১। ছালেহ আহমদ, পিতা- আব্দুল্লাহ, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, ঝিলংজা, থানা ও জেলা- কক্সবাজার।

১২। ছাবের আহমদ, পিতা- ছালেহ আহমদ প্রঃ ছাতি বুইজ্যা, সাং- দক্ষিণ মুহুরী পাড়া, থানা ও জেলা- কক্সবাজার।

১৩। মাহবুবুল আলম, পিতা- মৃত রশিদ আহমদ, সাং- দক্ষিণ মামুন পাড়া, খুরুশকুল, থানা ও জেলা- কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর