চট্টগ্রামে ছুরিকাঘাতে কক্সবাজারের এক যুবকের মৃত্যু

আবুল কালাম , চট্টগ্রাম :

নগরীর আকবরশাহ থানাধীন মালিপাড়া এলাকায় রেল স্টেশনের পাশে ছুরিকাঘাতে জসিম নামের কক্সবাজারের এক যুবকের মৃত্যু হয়েছে।এ সময় আহত হয়েছে ঐ ঘটনায় আরও একজন।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর ৩টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম হলো মো, জসিম( ৩২) সে কক্সবাজার জেলার টেকনাফ থানার ৭ নম্বর ওয়ার্ড জালিয়া পাড়ার মো. ইদ্রিসের ছেলে।

তবে আহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।

নিহতের মামা জাহেদ হোসেন বলেন, গান বাজানোকে কেন্দ্র করে বন্ধুদের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জসিমকে এক বন্ধু মাথায় ও হাতে ছুরি দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।জসিম বাজারে মাছ পরিস্কারের কাজ করতেন। গত কয়েক মাস আগে বিয়ে করেছিল । স্ত্রী নিয়ে নগরীর আকবরশাহ ফিরোজশাহ কলোনিতে বসবাস করতেন জসিম।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ হোসেন। তিনি বলেন, আকবারশাহ থেকে আহত ২ জন যুবককে চমেক হাসপাতালে আনা হয়। তার মধ্যে জসিম নামে এক যুবককে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজনের নাম জানা যায়নি। তিনি ক্যাজুয়ালিটি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আরও খবর