ঘুমধুমে ২০ হাজার ইয়াবা সহ টমটম চালক আটক

মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে ২০ হাজার ইয়াবা সহ ছৈয়দ করিম (২৬) নামের এক টমটম চালককে আটক করেছে পুলিশ। সে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের গাদাপালং এলাকার মোকতার আহমদের ছেলে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঘুমধুমের আজুখাইয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঘুমধুমের আজুখাইয়া সড়কে এসআই এনামুল হকের নেতৃত্বে আটক ছৈয়দ করিমের ব্যবহৃত টমটম গাড়ীটি তল্লাশী চালানো হয়। এসময় তল্লাশীকালে গোবরের বস্তার ভিতরে প্যাকেট মোড়ানো অবস্থায় আনুমানিক ৬০ লক্ষ টাকা মূল্যের ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- পুলিশ সুপারের নির্দেশনায় গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ২০ হাজার ইয়াবা সহ ছৈয়দ করিম নামের এক টমটম চালককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। মামলা নং- ০৮/২০১৯ইং।

আরও খবর