গিয়াস উদ্দিন ভূলু, কক্সবাজার জার্নাল •
টেকনাফে মাদক পাচার প্রতিরোধে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে কক্সবাজার র্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত সদস্যরা।
তথ্য সূত্রে দেখা যায়, মাদক পাচার প্রতিরোধ ও কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে প্রতিনিয়ত মাদক বিরোধী চলমান অভিযান পরিচালনা করে হাজার হাজার ইয়াবা উদ্ধার এবং কারবারীদের আটক করতে সক্ষম হচ্ছে।
সেই সূত্র ধরে ২৪ অক্টোবর ইয়াবা ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের তথ্য অনুযায়ী বিকাল ৩টার দিকে র্যাবব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত কর্মকর্তা লেঃ শাহেদ মির্জা মাহতাবের নেতৃত্বে র্যাব সদস্যদের একটি দল হ্নীলা দক্ষিন আলীখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩ হাজার ৭শত পিস ইয়াবাসহ ২ মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃত মাদক কারবারীরা হচ্ছে, হ্নীলা ইউনিয়ন দক্ষিন আলীখালি এলাকার মৃত আইয়ুব আলীর পুত্র আব্দুল খালেক(২৮),চট্রগ্রাম পটিয়া শীলপাড়া এলাকার নজির আহামেদ পুত্র জিয়াউর রহমান(২১)।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ টেকনাফ শাখার কর্মকর্ত ইনচার্জ লেঃ শাহেদ মির্জা মাহতাব জানান, টেকনাফ উপজেলার আনাছে কানাচে লুকিয়ে থাকা অনেক মাদক কারবারী বিভিন্ন কৌশল অবলম্বন করে ইয়াবা পাচার অব্যাহত রেখেছে। সেই সমস্ত মাদক কারবারীদের আইনের আওয়তাই নিয়ে আসতে আমাদের র্যাব সদস্যদের চলমান এই অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
তিনি আরো জানান,আটক দুই মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-