এম কলিম উল্লাহ :
আগামী ৭,৮ ও ৯ নভেম্বর (বৃহস্পতিবার থেকে শনিবার) পর্যন্ত ৩ দিন ব্যাপী প্রতি বছরের ন্যায় তাবলীগ জামায়াতের কক্সবাজার জেলা এজতেমা অনুষ্ঠিত হবে।
কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টের উত্তরে খোলা মাঠে এই ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা তাবলীগ জামায়াতের শুরা সদস্য ও বিমানবন্দর সড়কস্থ মাদ্রাসা আবরার (রহ.) এর মুহতামিম মাওলানা আতাউল করিম।
তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও তাবলীগ জামাতের কক্সবাজার জেলা ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী, ৩১অক্টোবর ও নভেম্বর ০১-০২ এই তিন দিনব্যাপী, অনিবার্য কারণবশত আমাদের এই তারিখ পরিবর্তন করা হয়।
তিনি জানান,পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারন করা হয়েছে এবং নতুন নির্ধারিত তারিখে ইজতেমা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে ।
এবারের ইজতেমায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলীগ জামাতের মুরুব্বি, আলেম-ওলামা ও সাথীদের তত্ত্বাবধানে হাজারো মুসল্লির সমাবেশ হবে বলে জানিয়েছেন।
তাবলীগ জামাতের প্রাণ কেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বী, চট্টগ্রাম, ডুলহাজারা মারকাজের মুরুব্বী, স্থানীয় উলামায়ে কেরাম ও কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমা বয়ান করবেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-