গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল •
টেকনাফে র্যাব-১৫ ও কোস্টগার্ড সদস্যরা একটি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করতে সক্ষম হয়েছে।
তথ্য সূত্র জানা যায়,২৩ অক্টোবর (বুধবার) ভোর সোয়া ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫, (সিপিসি-১) টেকনাফ ক্যাম্প এবং কোস্টগার্ড টেকনাফ ষ্টেশনের একটি যৌথ অভিযানে নতুন পল্লান পাড়ায় মোঃ হোছনের বসত-ঘর তল্লাশী করে ২০ হাজার ইয়াবাসহ শাহপরীর দ্বীপ কোনার পাড়ার মোঃ হোছনের পুত্র ইয়াকুব (৩০) কে আটক করে র্যাব।
অভিযানের সত্যতা নিশ্চিত করে র্যাব-১৫ টেকনাফ শাখার দায়িত্বরত কর্মকর্তা লে.শাহেদ মির্জা মাহতাব জানান,
মাদকসহ আটক ইয়াকুব চলতি বছরের ১৬ ফেব্রুয়ারী আত্নসমর্পণকারী ইয়াবা (৬৪নং)ইয়াবা গডফাদার মোঃ ছিদ্দিকের সহযোগী।
আটক মাদক ব্যাবসায়ী ইয়াকুবের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-