আগামী মাসে ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর

অনলাইন ডেস্ক •
আগামী মাস থেকে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হবে।  রোহিঙ্গা প্রত্যাবাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রবিবার ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের প্রধান মাহবুব আলম তালুকদার রয়টার্সকে জানান, এরই মধ্যে প্রায় সাত হাজার রোহিঙ্গা ভাসানচরে যেতে রাজি হয়েছে এবং স্থানান্তরের প্রক্রিয়া কয়েক ধাপে সম্পন্ন হবে।

প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর পরিকল্পনা রয়েছে সরকারের।

যাচাই-বাছাইয়ের মাধ্যমে ভাসানচরে পাঠানোর জন্য রোহিঙ্গাদের একটি তালিকা তৈরি করা হবে বলেও জানান তিনি।

এদিকে, রোহিঙ্গাদের স্থানান্তরের বিষয়ে জাতিসংঘের সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত আছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল রয়টার্সকে জানিয়েছেন। তবে তিনি বলেছেন, ইচ্ছার বিরুদ্ধে কাউকেই জোর করে ভাসানচরে পাঠানো হবে না।

আরও খবর