উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান কক্সবাজারের জনপ্রিয় সাংবাদিক, যমুনা টিভির স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস চৌধুরীর একটি অপারেশন হবে আজ মঙ্গলবার। এশিয়ার বিখ্যাত ইএনটি হাসপাতাল চেন্নাইয়ের কেকেআর ইএনটি হাসপাতালে অপারেশন করা হবে। বিশ্বের অন্যতম সেরা ইএনটি চিকীৎসক ডাঃ কে কে রমলাংমা ও ভারতের ইএনটি ডক্টর এসোশিয়শনের সভাপতি ডাঃ রবি রমলাংমা আজ সকালে অপারেশন করবেন। অপারেশন সফল ও সুস্থতার জন্য তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
সাংবাদিক ইমরুল কায়েস চৌধুরী সম্প্রতি হৃদের জটিলতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি দুই দিন কক্সবাজার সদর হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় দ্রুত সময়ের স্বাভাবিক সুস্থতায় ফিরে আসেন। তবে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসা ও শরীর চেকআপের জন্য ভারতে যেতে পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শ মোতাবেক গত ১৫ অক্টোবর সাংবাদিক ইমরুল কায়েস ভারত যান।
এ প্রসঙ্গে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে সবার সাথে যোগাযোগ বা সাক্ষাত করার সুযোগ হয়নি। এই দুঃখ প্রকাশ করছি। সুচিকিৎসা গ্রহণ ও যথার্থ সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-