ডেস্ক রিপোর্ট •
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়াবা পাচারের অভিযোগে হাসান নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুল্ক গোয়েন্দা সদস্যরা জানায়, যাত্রী হাসান রান্না করা গরুর মাংসের ভেতরে ২ হাজার ৬৭৫ পিস ইয়াবা নিয়ে আসেন হাসান। তাকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার ( ২১ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। ইয়াবা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মোহাম্মদ সহিদুল ইসলাম।
তিনি জানান, ইয়াবা আসার খবরে বিমানবন্দরের সি শিফটের গোয়েন্দারা শাহজালাল বিমানবন্দরের বহির্গমন হলের বিভিন্ন গেটে সতর্ক অবস্থান নেয়। এ সময় এয়ার অ্যারাবিয়া জি-৯৫১৪ ফ্লাইটে দুবাই যাত্রী হাসান মিয়ার গতিবিধি সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ইয়াবাবহনের কথা স্বীকার করেন।
সহিদুল জানান, পরবর্তীতে কাস্টমস হলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় রান্না করা গরুর মাংসের ভেতর কালো স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ইয়াবা পাওয়া যায়। আটক ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ১৩ লাখ টাকা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-