কক্সবাজার আদালতে ইয়াবা মামলায় ২ আসামির ৫ বছর কারাদণ্ড

ইমাম খাইর •

কক্সবাজার আদালতে ইয়াবা মামলায় ২ আসামিকে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

তারা হলেন- টেকনাফের হ্নীলা পশ্চিম পানখালীর খালির মৃত আবুল হাশেমের ছেলে মোঃ জসিম (২০) ও একই এলাকার মোস্তাক আহমদের ছেলে মোঃ ফোরকান (২১)।
সোমবার (২১ অক্টোবর) কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ (১ম) সৈয়দ মোহাম্মদ ফাখরুল আবেদিন এ রায় প্রদান করেন।

রায় প্রদানকালে দুই আসামি আদ্লতে উপস্থিত ছিলেন।
আসামির পক্ষে মামলা পরিচালনা করেন- এডভোকেট এইচএম শাহজাহান।

রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট জিয়াউদ্দিন আহমেদ জিয়া।
২০১৭ সালের ২ ডিসেম্বর কলাবাগান এলাকায় সিএনজি তল্লাশি করে ৩০০০ ইয়াবাসহ মোঃ জসিম ও ফোরকানকে আটক করে রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।

এই ঘটনায় এএসআই তছলিম উদ্দিন বাদী হয়ে রামু থানায় জিআর-৪৪১/১৭ মামলা দায়ের করেন। যার এসটি মামলা নং -৫৪১/১৮।

আরও খবর