টেকনাফ প্রতিনিধি •
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্প সমুহে র্যাব সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়িসহ ৩জন রোহিঙ্গা নাগরিকদের আটক করেছে।
সূত্র জানায়, ১৯ অক্টোবর দুপুর পৌনে ১টারদিকে রামু র্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা পশ্চিম লেদা পাড়া ২৪নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-বি-১০ এ অভিযান চালিয়ে আটক মৃত দিল মোহাম্মদের পুত্র আব্দুল হাকিম (৪৫) এবং নুর হোসেনের পুত্র হোসেন আহমদ (২০) কে আটক করে। তাদের দেহ তল্লাশী করে ৬হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
অপরদিকে র্যাব-১৫, (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আটক কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-২ এর ব্লক-বি-২ এর বাসিন্দা মৃত করিম উদ্দিনের পুত্র ছলিম (৪৫) কে আটক করে। তার দেহ তল্লাশী করে ৭ হাজার ৭শ ৪৫পিস ইয়াবা পাওয়া যায়।
তার বিরুদ্ধেও সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উখিয়া থানায় সোর্পদ করা হয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তারা সত্যতা নিশ্চিত করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-