আবদুল আজিজ,বাংলা ট্রিবিউন •
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বাংলাদেশের মোবাইল নেটওয়ার্ক দুর্বল। সম্প্রতি ক্যাম্পগুলোতে ফোরজি ও থ্রিজি সেবা বন্ধ করে দিয়েছে সরকার। এ কারণে মিয়ানমারের মোবাইল অপারেটর ‘এমপিটি’র সিমের প্রতি ঝুঁকছে রোহিঙ্গা ও স্থানীয়রা। মিয়ানমার সীমান্ত দিয়ে চোরাইপথে আসা এসব সিম এখন দেদার বিক্রি হচ্ছে ক্যাম্পগুলোতে। এই সুযোগে মিয়ানমারের ওই মোবাইল কোম্পানি নেটওয়ার্কের শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ সীমান্তের ওই অংশে। ফলে বেশিরভাগ ক্যাম্পই এমপিটি’র নেটওয়ার্ক পাচ্ছে।
সম্প্রতি উখিয়া ও টেকনাফে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে কয়েকটি এমপিটি সিমের চালানসহ বেশ কিছু রোহিঙ্গা ধরা পড়েছে। মিয়ানমারের রাখাইন থেকে এসব সিম নিয়ে ক্যাম্পে প্রবেশের সময় তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটককৃতরা পুলিশকে জানিয়েছে, রাখাইনে এমপিটি সিমের দাম খুব কম। এছাড়া সীমান্তের দুই পাড়েই এর নেটওয়ার্ক আছে। রোহিঙ্গা ক্যাম্পেও এই কোম্পানির নেটওয়ার্ক রয়েছে। সেজন্যই রোহিঙ্গাদের মধ্যে এই সিমের চাহিদা বাড়ছে। এজন্য তারা সীমান্ত পাড়ি দিয়ে চোরাইপথে নিয়ে আসছে এমপিটি সিম।
গত ২ সেপ্টেম্বরে অপারেটরদের সঙ্গে এক বৈঠকের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ‘বিটিআরসি’ বিকাল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকাগুলোতে থ্রিজি ও ফোরজি সেবা বন্ধ করে দেয়। একইভাবে দিনের বেলায়ও সারাদিন মোবাইল নেটওয়ার্ক অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে। কিন্তু এর ফলে উখিয়া ও টেকনাফে বসবাসরত স্থানীয় বাংলাদেশিরা বেকায়দায় পড়লেও রোহিঙ্গারা রয়েছে ফুরফুরে মেজাজে। মিয়ানমারের মোবাইল অপারেটর এমটিপি সিম ব্যবহারে তাদের কোনও সমস্যা হচ্ছে না। ওই সিম ব্যবহার করে রোহিঙ্গা অপরাধীরাও যে যার মতো কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে।
এমপিটি সিমের চালানসহ আটক ব্যক্তিরা
এমপিটি সিমের চালানসহ আটক ব্যক্তিরা
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ইউনুছ আরমান জানান, ‘চোরাইপথে সীমান্ত পার হয়ে এমপিটি সিম আসছে ক্যাম্পগুলোতে। তবে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এমপিটি মোবাইলের নেটওয়ার্ক দুর্বল। কিন্তু উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে টেকনাফ পর্যন্ত বিস্তর নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এজন্য রোহিঙ্গাদের মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট ব্যবহারে কোনও ধরনের সমস্যা হচ্ছে না।’
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা লালু মাঝি বলেন, ‘ক্যাম্পে ৭০ থেকে ১০০ টাকার মধ্যে এমপিটি সিম পাওয়া যাচ্ছে। ক্যাম্পে অবস্থানরত মোবাইলের দোকানগুলোতে হাত বাড়ালেই এমপিটি সিম পাওয়া যায়। এই সিম বাংলাদেশি মোবাইল কোম্পানিগুলোর সিম থেকেও সহজলভ্য। এছাড়া এমপিটি’র একটি সিম কিনে মোবাইলে চালু করার সঙ্গে সঙ্গে ইন্টারনেট ও মিনিট বোনাস হিসেবে পাওয়া যায়। এজন্য মিয়ানমারের সিমের প্রতি ঝুঁকছে রোহিঙ্গারা।’
উখিয়ার টিঅ্যান্ডটি টাওয়ার সংলগ্ন ৭নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘আমি যতটুকু জেনেছি, বাংলাদেশে মোবাইল কোম্পানি থ্রিজি ও ফোরজি বন্ধ করে দেওয়ার খবরে রাখাইনে মোবাইল অপারেটর কোম্পানি তাদের নেটওয়ার্কের শক্তি বাড়িয়েছে। উখিয়া ও টেকনাফের অধিকাংশ এলাকায় যাতে এমপিটি সিমের নেটওয়ার্ক মেলে সেজন্য ওই কোম্পানি কাজ করে চলেছে। ফলে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অনেক রোহিঙ্গাকে এমপিটি সিম ব্যবহার করতে দেখেছি। অবশ্য আমি এখনও বাংলাদেশি মোবাইল সিম ব্যবহার করছি। রাতে একটু সমস্যা হলেও দিনের বেলায় থ্রিজি নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।’
উখিয়ার থাইংখালী শফিউল্লাহকাটা রোহিঙ্গা ক্যাম্পের আবুল কালাম মাঝি বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এমপিটি সিমের চাহিদা বেড়েছে। সীমান্ত পেরিয়ে অসংখ্য সিম মিয়ানমার থেকে রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের খবর রয়েছে। এসব সিম রাখাইনে বাংলাদেশি টাকায় ৩০-৪০ টাকায় কিনে এনে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে বিক্রি করছে ৭০ থেকে ১০০ টাকায়। ওই সিমগুলোতে বোনাসও দেওয়া থাকে। বোনাস মিনিট ও ইন্টারনেট শেষ হয়ে গেলে আবার টাকা রিচার্জের ব্যবস্থাও রয়েছে।’
এমপিটি
এমপিটি
টেকনাফ জাদিমোরা শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের আমান উল্লাহ বলেন, ‘প্রতিদিনই সীমান্ত দিয়ে এমপিটি সিম ঢুকছে রোহিঙ্গা ক্যাম্পে। পুলিশের ভয়ে সপ্তাহখানেক বন্ধ থাকলেও কিছু কিছু রোহিঙ্গা রাখাইন থেকে এসব সিম সংগ্রহ করে ক্যাম্পে এনে বিক্রি করছে।’
উখিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ‘উখিয়া সদরে সামান্য মোবাইল নেটওয়ার্ক পাওয়া গেলেও কুতুপালং বাজারে কোনও ধরনের মোবাইল নেটওয়ার্ক নেই। এ কারণে স্থানীয়রা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ব্যবসায়ী ও মোবাইলে যোগাযোগ নির্ভর সাধারণ মানুষেরা অনেকটা বিপর্যয়ের মুখে পড়েছে। অথচ রোহিঙ্গারা ঠিকই মোবাইল ব্যবহার করছে। মিয়ানমারের এমপিটি সিম দিয়ে রাত-দিন ইন্টারনেট চালিয়ে যাচ্ছে। মাঝখানে স্থানীয়রা পড়েছেন বিড়ম্বনায়।’
উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সরওয়ার আলম শাহীন বলেন, ‘শুধু রোহিঙ্গারা নয়, রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বিভিন্ন এনজিওকর্মী এবং স্থানীয়রাও এমপিটি সিম ব্যবহার করছেন। উখিয়া ও টেকনাফের স্থানীয় ও রোহিঙ্গা মিলে অন্তত পাঁচ লাখ লোক এমপিটি সিম ব্যবহার করছে বলে আমার কাছে তথ্য রয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় মিয়ানমারের ওই কোম্পানি কৌশলে উখিয়া-টেকনাফে অবস্থানরত বাংলাদেশি মোবাইল কোম্পানিগুলোর টাওয়ার ব্যবহার করছে বলেও অভিযোগ রয়েছে। ক্যাম্পের অলিগলিতে পাওয়া যাচ্ছে এমপিটি সিম। প্রতিদিন সীমান্ত পার হয়ে প্রবেশ করছে এসব সিম। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে দুয়েকটি চালান আটক হলেও বেশিরভাগ সিমের চালান এখনও রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশ করছে।’
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সম্প্রতি মিয়ানমারের ২৩০টি এমপিটি সিমসহ মোহাম্মদ করিম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। একইভাবে টেকনাফ থানা পুলিশও ২২২টি এমপিটি সিমসহ তিন রোহিঙ্গাকে আটক করে। আমরা আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। তাদের দেওয়া তথ্য অনুযায়ী যতটুকু জেনেছি, রোহিঙ্গা ক্যাম্পে এই মোবাইল কোম্পানির নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। এজন্য সীমান্তপাড়ি দিয়ে চোরাইপথে রোহিঙ্গারা সিম নিয়ে আসছে বাংলাদেশে। কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় বেশি লাভের আশায় তারা এই কাজে আগ্রহী হয়ে উঠছে। অবশ্য এ বিষয়ে পুলিশ সতর্ক আছে এবং এমপিটি সিম ব্যবহার রোধে কাজ করছে।’
জানতে চাইলে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ক্যাম্পে এমপিটি সিম ব্যবহারের কোনও সুযোগ নেই এবং এটি সম্পূর্ণ অবৈধ। এই ব্যবসার সঙ্গে যারা জড়িত, আমরা তাদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি। একইভাবে স্থানীয় ও রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত মানুষের যোগাযোগের বিলম্বের কথা চিন্তা করে উখিয়া ও টেকনাফে মোবাইল নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা শিথিল করার চেষ্টা রয়েছে। এজন্য সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ‘বিটিআরসি’র একটি প্রতিনিধিদল রোহিঙ্গা ক্যাম্প ঘুরে গেছে। আগামীতে রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল নেটওয়ার্কের বিষয়টি শিথিল করার সিদ্ধান্ত মূলত তারাই নিতে পারে।’
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-