আবদুল্লাহ আল আজিজ •
কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের আওতাধীন লম্বাশিয়া রোহিঙ্গা শিবিরে মৌলভী মোহাম্মদ ইউনুছ (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে আরেক রোহিঙ্গা। সোমবার সকাল ১০টার দিকে এ নির্মম হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
নিহত যুবক ওই ক্যাম্পের সি-বল্কের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। হত্যাকারী আটক ফয়সাল একই ক্যাম্পের ই-ব্লকের নজীর আহমদের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায় তার বোনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিল। যার কারণে বিভিন্ন সময় তার সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসে ইউনুছের পরিবার। এ ঘটনার জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে বলে পুলিশ ধারণা করছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশ বিষয়টি আরও তদন্ত করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-