টেকনাফে রোহিঙ্গা নারীর কাছে মিলল ২২ হাজার ইয়াবা

গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ ২ বিজিবি সদস্যরা একটি অভিযান পরিচালনা করে ২২ হাজার ইয়াবাসহ ৫৩ বছর বয়সি রহিমা নামে নারীকে আটক করেছে।

তথ্য সূত্রে জানা যায় ১৩ অক্টোবর(রবিবার) সকাল ৭টার দিকে টেকনাফ ২বিজিবি লেদা বিওপির আওয়তাধিন বিজিবির টহল দলের সদস্যরা জাদিমোরা জাইল্যাঘাটা সংলগ্ন টেকনাফ-কক্সবাজার প্রধান সড়কে বিশেষ একটি চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চলাকালে শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের জি-৫ বল্কের মৃত হোছনের স্ত্রী রহিমা খাতুন(৫৩) সু-কৌশলে হেটে পালিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে তাকে থামানো হয়। এরপর তার দেহ তল্লাশী করে বুকের মধ্যে অভিনব কায়দায় ফিটিং করা অবস্থায় ৬৬ লক্ষ টাকা মূল্যমানের ২২ হাজার ইয়াবাসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।

সত্যতা নিশ্চিত করে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে.কর্নেল মোঃ ফয়সাল হাসান খান জানান,ইয়াবাসহ আটক বৃদ্ধার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করার পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।####

আরও খবর