টেকনাফে ইয়াবাসহ প্রবীণ মাদক ব্যবসায়ী হাফেজ উল্লাহসহ আটক ২

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফ মাদকদ্রব্য সদস্যদের অভিযানে বিপুল পরিমান ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করা হয়েছে।
আটক মাদক কারবারীরা হলেন, মিয়ানমার আকিয়াব চামতলী এলাকার আনু মিয়ার ছেলে উসমান গনি (৩৫) ও টেকনাফের সেন্টমাটিন কোনা পাড়া এলাকার মৃত মো: হোসনের ছেলে হাফেজ উল্লাহ (৫০)।

অভিযানের সত্যতা নিশ্চিত করে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোমেন মন্ডল জানান, ১০ অক্টোবর বিকাল ৪টার দিকে টেকনাফ মাদকদ্রব্য অফিসের উপ পরির্দশক নাছির উদ্দীনের নেতৃত্বে একটি টিম মাদক ইয়াবা আদান প্রদানের গোপন সংবাদ পেয়ে টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ড বাস ষ্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ৮শত পিস ইয়াবাসহ এই ২ মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো বলেন,উদ্ধারকৃত ইয়াবা ও মিয়ানমারের নাগরিকসহ আটক দুই মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

আরও খবর