টেকনাফে কিশোরী ‘ধর্ষক’ শাহজাহান র‍্যাবের হাতে আটক

গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল

টেকনাফে র‍্যাবের অভিযানে রোহিঙ্গা কিশোরীকে ধর্ষণকারী উক্ত মামলার পলাতক আসামী মোঃ শাহ জাহান (৩২)কে আটক করা হয়েছে।

তথ্য সূত্রে জানা যায়, ৯ অক্টোবর বুধবার রাত ৮ টার দিকে টেকনাফ হ্নীলা ইউনিয়ন রঙ্গীখালী এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় র‍্যাব। আটক ‘শাহজাহান’ টেকনাফ হ্নীলা ইউনিয়ন রঙ্গিখালী এলাকার নুরুল হুদার ছেলে।

অভিযানের সত্যতা নিশ্চিত করে র‌্যাব-১৫ টেকনাফে দায়িত্বরত ক্যাম্প ইনচার্জ লে.মির্জা শাহেদ মাহাতাব বলেন,
গোপন সংবাদের তথ্য অনুযায়ী হ্নীলা রঙ্গীখালী এলাকায় অভিযান চালিয়ে ধর্ষন মামলার পলাতক এই আসামী ধর্ষক ‘শাহাজাহান’কে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

উল্লেখ্য, গত ১ অক্টোবর টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের সি-২২ বল্কের ২২এর বসবাসরত এক কিশোরী হ্নীলা রঙ্গিখালী এলাকায় ভিক্ষা চাইতে গেলে স্থানীয় শাহজাহান নামে এক যুবক রোহিঙ্গা জোর পুর্বক কিশোরীকে ধর্ষণ করে।

এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগীর পিতা বাদী হয়ে আটক আসামীকে অভিযুক্ত করে টেকনাফ মডেল থানায় একটি ধর্ষন মামলা দায়ের করে।

আরও খবর