গিয়াস উদ্দিন ভুলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ থানা পুলিশ অভিযানে চাঁদাবাজির নগদ টাকাসহ দীর্ঘদিন ধরে সাধারন মানুষদের হয়রানী করে টাকা হাতিয়ে নেওয়া চিহ্নিত প্রতারক হ্নীলা রঙ্গীখালীর দালাল ফরিদ আটক।
এই অভিযানের সত্যতা নিশ্চিত করে ভারপ্রাপ্ত (ওসি) রাকিবুল ইসলাম জানান, ৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টারদিকে টেকনাফ মডেল থানার এসআই মশিউর রহমান সর্ঙ্গীয় ফোর্স নিয়ে হ্নীলা দরগাহ ষ্টেশনের নাফ ফিলিং ষ্টেশনের সামনে হতে রঙ্গিখালী আবু শামার পুত্র মোঃ ফরিদ (৩৫) কে ছিনতাইয়ের নগদ ১ লাখ ১০হাজার ৫শ টাকাসহ আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে আলীখালীর কালা চাঁনের পুত্র আনোয়ার হোসেন (২৮) একটি চাঁদাবাজি মামলা দায়ের করে। তাতে পুলিশের সাথে সু-সম্পর্কের জেরধরে আড়াই লক্ষ টাকা চাঁদা দাবী করার বিষয়টি উল্লেখ করা হয়।
এদিকে স্থানীয়দের কাছ থেকে জানা যায় এই দালাল ফরিদ দীর্ঘদিন ধরে অত্র এলাকার সাধারন মানুষের কাছ থেকে বিভিন্ন সময়ে আইন-শৃংখলা বাহিনীর সোর্স পরিচয় দিয়ে চাঁদা আদায় করে আসছে। এতে স্থানীয় আইন-শৃংখলা বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে বলে জানায় তারা।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-