এম বশির উল্লাহ, মহেশখালী •
পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বড় মহেশখালী কুলাল পাড়া এলাকা থেকে বন্দুক,ইয়াবা,বাংলা মদ ও নগদ টাকা সহ ৩জন মাদক ব্যবসায়ীকে কে আটক করেছে পুলিশ।
ধৃত ৩ জন এবং পলাতক ২ জন সহ জড়িতদের বিরোদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে (১ টায়), মহেশখালী থানার তদন্ত ওসি বাবুল আযাদের নেতৃত্ব একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমিয়ার পাড়া মৃত কাছিম আলীর পুত্র আবুল হোছন(৬৫) লাতুয়ার ডেইলের সোলতান কুদ্দুসের পুত্র মোহাম্মদ হোসন,আবুল হোসেনের স্ত্রী জন্নাত বেগম (৪৮),বড় মহেশখালী ধোপা পাড়ার মনীন্দ্র দাশের পুত্র সুভাষ দাস সহ আবুল হোসেনের বাড়ী থেকে অভিযান চালিয়ে একটি বন্দুক,২টি কার্তুজ,১০১৫পিস ইয়াবা,২৪ হাজার ৯২৫ নগদ টাকা ও ৫০লিটার বাংলা মদ উদ্ধার করে।
ধৃত আসামীর বিরুদ্ধে মহেশখালী থানায় ২ টি পৃথক মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, যতদিন মাদক ও সন্ত্রাস মুক্ত না হয় ততদিন পুলিশের অভিযান চলবে মহেশখালীর প্রতিটি স্তরে, এই কাজে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-