চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের জমির দ্বন্দ্ব নিয়ে এক বৃদ্ধকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতের নাম হাফেজ মৌলানা রুহুল আমিন (৭৩)। এঘটনায় নিহত বৃদ্ধের আরেক ভাই আমিনুর রশিদকে (৬৫) কুপিয়ে গুরুতর জখম করেছে।
তাকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শনিবার (৫অক্টোবর) সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে মোহাম্মদ বেলাল (৫৫) কে আটক করেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, কৈয়ারবিল এলাকায় জমির বিরোধের জের ধরে বৃদ্ধকে হত্যার ঘটনায় একজন আটক করা হয়েছে। ঘটনাস্থলে আছে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অন্য আসামীদের আটক করতে পুলিশের একটি টিম কাজ করছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-