কক্সবাজারে পুলিশের অভিযানে আটক ১১

প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ১১ জনকে আটক করেছে। গত ২ অক্টোবর  সকাল হতে ৩ অক্টোবর সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ  মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত)  মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই কাঞ্চন দাশ, এসআই দেলোয়ার হোসেন, এসআই শরীফ উল্লাহ,এএসআই আশিক হায়দার বাকী,এএসআই মনিরুজ্জামন,এএসআই সাজিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১১ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। আবু সৈয়দ, পিতা- মৃত আবুল বশর,সাং-দক্ষিন পাহাড়তলী, থানা ও জেলা-কক্সবাজার।

২। মোঃ শাহেদ,পিতা- মোঃ কামাল উদ্দিন,সাং-ফাইস্যা খালী, ০৬ নং ওয়ার্ড,থানা-চকরিয়া,জেলা-কক্সবাজার।

৩। লক্ষী ত্রিপুরা,পিতা-বিদ্যা চন্দ্র ত্রিপুরা,সাং-চন্দ্র মনি পাড়া,থানা-আলী কদম,জেলা-বান্দরবান।

৪। সেলিম মাঝি,পিতা-মৃত সুলতান মাঝি,সাং-চরবসু বাজারের পূর্ব পাশে,থানা-কমল নগর,জেলা-লক্ষীপুর।

৫। মোঃ আবু সালেহ সিদ্দিক,পিতা-আবুল ফয়েজ সিদ্দিক,সাং-তেছিকুল চাকমারকুল,থানা-রামু,জেলা-কক্সবাজার।

৬। মাহমুদ বিন আব্দুর রহমান,পিতা-আব্দুর রহমান,সাং-হলুদিয়া পালং,থানা-উখিয়া,জেলা-কক্সবাজার।

৭। মোঃ আরাফাত,পিতা-এজাতুল্লাহ,সাং-পূর্ব আলী আকবর ডেইল,থানা-কতুবদিয়া, জেলা-কক্সবাজার।

৮। মোঃ ইমরান,পিতা-মোঃ নজরুল ইসলাম,সাং-ভূইয়া বাড়ি,উল্লাহখালী,থানা-লাঙ্গলকোট,জেলা-কুমিল্লা।

ওয়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মীর কাশেম,পিতা-অলি আহম্মদ,সাং-লাইট হাউজ পাড়া,থানা ও জেলা-কক্সবাজার।

২। আমান উল্লাহ,পিতা-মোঃ নবী,সাং-খুরুলিয়া নয়াপাড়া,ঝিলংজা,থানা ও জেলা-কক্সবাজার।

৩। শহিদুল্লাহ,পিতা-আব্দু শুক্কুর,সাং-দক্ষিন রাস্তার পাড়া,খুরুশকুল,থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর