গিয়াস উদ্দিন ভূলু,কক্সবাজার জার্নাল
টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প দায়িত্বরত পুলিশ সদস্যরা এক বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা উদ্ধার এবং মাদক পাচারে জড়িত নরসিংদী জেলার এক দম্পতি ও এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়,৩ অক্টোবর দুপুর আড়াই টারদিকে উপজেলার নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের (মোচনী) পুলিশ ফাঁড়ির এসআই মনির হোসেন গোপন সংবাদ পেয়ে লেদা ২৪ নং রোহিঙ্গা ক্যাম্পের বি-বল্ক ৩৫০ নং রুমে অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার বাদশা মিয়ার পুত্র মোঃ রফিকুল(৩২) তার স্ত্রী রুনা বেগম (২৩) এবং ঘরের মালিক রোহিঙ্গা মোঃ হাসিমের পুত্র আব্দুর রহমান (৩০) কে ২ হাজার ৬শ পিস ইয়াবাসহ তাদের ৩ জনকে আটক করে পুলিশ।
খবর নিয়ে জানা যায়, স্থানীয়দের সার্বিক সহযোগীতায় এই ৩ ইয়াবা পাচারকারীদের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন হ্নীলা মোচনী রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পুলিশ ফাঁড়ির দায়িত্বরত এসআই মনির হোসেন। তিনি আরো জানান, এই অভিযান এখনো অব্যাহত আছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-