গিয়াস উদ্দিন ভূলু • কক্সবাজার জার্নাল
টেকনাফে র্যাব সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করে সদর ইউনিয়ন দক্ষিণ লেঙ্গুরবিল এলাকার জহির আহমদ নামে এক ব্যাক্তিকে ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়েছে।
র্যাবের তথ্য সুত্রে জানা যায়, ১ অক্টোবর ভোর সোয়া ৪টায় র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে টেকনাফ সদর ইউপির দক্ষিণ লেঙ্গুরবিলের মৃত মোজাহার মিয়ার বসত-ঘরে অভিযান চালিয়ে ১হাজার ১শ পিস ইয়াবাসহ মোজাহার মিয়ার পুত্র জহির আহমদ (৫০) কে হাতে-নাতে আটক করে।
আটক মাদক পাচারকারীর বিরুদ্ধে ২০১৮ইং সালের সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তি ও উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
টেকনাফে দায়িত্বরত র্যাব-১৫ (সিপিসি-১) ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ (এক্স) পিপিএম,বিএন মির্জা শাহেদ মাহতাব এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন মাদক পাচার প্রতিরোধের পাশাপাশি অত্র উপজেলার অস্ত্রধারী সন্ত্রাসীদের নানামুখি কর্মকান্ড দমন করার জন্য আমাদের র্যাব-১৫ সদস্যদের চলমান অভিযান অব্যাহত আছে এবং থাকবে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-