আবদুল্লাহ আল আজিজ, কক্সবাজার জার্নাল
উখিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৮ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০) সেপ্টেম্বর দুপুর সাড়ে ৩টায় উপজেলার গয়ালমারা ও বিকাল সাড়ে ৫টায় কুতুপালং মধুরছড়া এলাকায় মাদক বিক্রেতার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার মূল্য প্রায় ৯৪ লাখ টাকা বলে জানিয়েছেন র্যাব।
আটককৃতরা হলেন- টেকনাফের নয়াপাড়া সাতঘরিয়া এলাকার মৃত আলী আহমদের মেয়ে রেহেনা বেগম (৩৫) ও কুতুপালং রোহিঙ্গা শিবিরের ক্যাম্প-১ এর আওতাধীন আই-৩ এসবি ব্লকের ওসমানের ছেলে রেজওয়ান (২৬)।
র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয়ের জন্য মাদক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবর পেয়ে র্যাবের চৌকস অভিযানিক দল গয়ালমারা এলাকায় পরিচালনা করলে এসময় আসামীর হাতে থাকা একটি ব্যাগ তল্লাশি করে বিক্রির মজুদ ২৯৭০ পিস ইয়াবাসহ রেহেনা বেগমকে আটক করা হয়। আটককৃত ইয়াবার বাজারমূল্য ১৪ লাখ ৮৫ হাজার টাকা।
এদিকে একই দিন বিকাল সাড়ে ৪টায় কুতুপালং মধুরছড়া টমটম পার্কিং এর পূর্বদিকে ইটের সলিং রাস্তার মোড়ে মাদক বিক্রেতার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে ১৬হাজার পিস ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। তার কাছে আটককৃত ইয়াবার বাজারমূল্য ৮০ লাখ টাকা।
আটক রেহেনা ও রেজওয়ানকে ইয়াবাসহ উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শাহ আলম
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-