নারীর শিক্ষা নিশ্চিত ও ক্ষমতায়নে সরকার কাজ করছেন- অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী

ফারুক আহমদ, উখিয়া:

নানা আয়োজনের মধ্য দিয়ে উখিয়ায় জাতীয় কন্যা শিশু দিবস ২০১৯ উদযাপিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।

উপজেলা প্রশাসনের সহায়তায় মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী।
উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক সুমন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উখিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেসা বেবি, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা কোহিনুর বেগম ও উখিয়া সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমদ।

প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী বলেন, দেশের একটি বিরাট অংশ হচ্ছে নারী। এদেরকে পিছিয়ে রেখে কখনো রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তিনি আরও বলেন প্রত্যেক কন্যাশিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ নারী হিসেবে প্রতিষ্ঠিত করতে সকল মা-বাবাকে দায়িত্ব পালন করতে হবে। কোন অবস্থাতে কন্যাশিশুদের কে অবহেলা ও অযত্ন করা যাবেনা। সরকারও নারী শিক্ষা সম্প্রসারণ এবং ক্ষমতায়নে নানা কর্মসূচি চালু করেছেন।

উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষক তাজুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মেম্বার পুতুল রানী বড়ুয়া প্রশিক্ষিকা তাসকিয়া সুলতানা, বঙ্গমাতা মুজিব মহিলা কলেজের ছাত্রী চুহি নওরিন চৌধুরী, উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী নাফিসা তাবাসসুম রাফিয়া ও ইসরাত জাহান শুভা। এ সময় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর