উখিয়ায় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন

শহিদুল ইসলাম• উখিয়া :

বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ উখিয়া উপজেলা শাখার উদ্যোগে গণতন্ত্রের মানস কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জম্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।

শনিবার বিকালে উখিয়ার মসজিদ মার্কেট সংলগ্ন দীল মোহাম্মদ ভাত ঘরে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সরওয়ার কামাল শাহীন।

সংক্ষিপ্ত আলোচনায়, মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি সরওয়ার কামাল বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেয়ে আমরা গর্বিত। তার নেতৃত্বে দেশ উন্নয়নের উচ্চ সোপানে পৌঁছে যাচ্ছে। তার জন্য মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ সবসময় নিবেদিত ছিলো, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। আমরা দেশরত্ন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান রাব্বি,সহ সভাপতি শেখ সাদেক,সিনিয়র নেতা আমান উল্লাহ মাওলা,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,স্বপন পাল,পালংখালী ইউনিয়ন প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম বাপ্পি,নুরুল আবছার,শফিউল আলম।আলোচনা সভা শেষে কেক কাটেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ড থেকে দলের নেতা র্কমীরা উপস্থিত ছিলেন।

আরও খবর