আন্তর্জাতিক ডেস্ক• যৌন মিলনে মাতাল এক দম্পতি ভবনের তৃতীয় তলার ব্যালকনি থেকে পড়ে গিয়ে মারা গেছেন। পরে ভবনের নিচ থেকে নগ্ন এই দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কুইটোর কারাপানগো জেলায় মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।
শুক্রবার ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, যৌন মিলনের সময় তৃতীয় তলার বারান্দা থেকে পড়ে গিয়ে ইকুয়েডরের এক দম্পতির প্রাণহানি ঘটেছে। ২৮ বছর বয়সী এক নারী তার ৩৫ বছরের স্বামীর সঙ্গে বারান্দায় যৌন মিলনে লিপ্ত হয়েছিলেন। মিলনে মাতাল এ দম্পতি হঠাৎ ভবনের নিচে পড়ে যায়।
স্নাতক শেষ করার পর ওই নারী তার বাসায় একটি পার্টির আয়োজন করেছিলেন। পার্টি শেষে স্বামীর সঙ্গে বারান্দায় অন্তরঙ্গ মুহূর্তে মিলিত হয়েছিলেন তিনি।
নিহত ওই দম্পতির ঘরে ৮ বছর বয়সী এক সন্তান রয়েছে বলে জানিয়েছেন তাদের এক স্বজন। প্রতিবেশী এক ব্যক্তি হঠাৎ চিৎকার ও পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়ে ভবনের নিচে নেমে আসেন। পরে সেখানে নগ্ন ওই দম্পতিকে অবচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান তিনি।
ক্যালডেরন পুলিশের প্রধান ক্রিশ্চিয়ান ট্রুজিলো বলেন, এ দুর্ঘটনা কীভাবে ঘটেছে সেটি জানতে গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। কিন্তু স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দম্পতি যৌন মিলনে লিপ্ত হয়েছিলেন। এ সময় তারা বারান্দার উচ্চতা সম্পর্কে অসচেতন হয়ে পড়েছিলেন। যে কারণে সেখান থেকে পড়ে গিয়ে মারা গেছেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-