উখিয়ায় ৪ খুন: স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ

এম.কলিম উল্লাহ :

উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড়ুয়া পাড়ায় গত বুধবার দিবাগত রাতে আলোচিত হত্যাকাণ্ডের শিকার নারী শিশু-সহ ৪ জনের লাশ ময়নাতদন্ত শেষে রত্নাপালং নিজ গ্রামে পৌঁছেছে।

পূর্ব রত্না রত্নাংকুর বিহার মাঠে রাখা লাশের কফিনে স্বজনদের চেহারা একনজর দেখতে হাজার হাজার জনতা ভীড় জমেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এতে করে বড়ুয়া ও মুসলিম সম্প্রদায়ের আবাল বৃদ্ধ-বণিতার ভিড়ে ভালুকিয়া রোড়ের যান চলাচল কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় পরে প্রশাসনের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

জানা যায়, কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার আজ সকালে দেশে পৌঁছালে গর্ভধারিনী মা, প্রিয়তমা স্ত্রী-পুত্র,ভাতিজির লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে বেহুশ হয়ে যায়।

লাশের অন্তোষ্টিক্রিয়ার ব্যাপারে জানতে চাইলে, পূর্ব রত্নার বৌদ্ধ সমাজের দায়িত্বশীল বাবু অমূয়্যূ বড়ুয়া প্রকাশ(অমূয়্যূ সাধু) জানায়, উখিয়া থানা পুলিশ প্রশাসন, পিবিআই, সিআইডির কর্মকর্তাগণ এসেছেন উনাদের সাথে পরামর্শ করে আমরা আজকেই স্থানীয় শ্বশান প্রাঙ্গণে অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন করব।

উখিয়ার বর্বোরোচিত হত্যাকাণ্ডে পূর্ব রত্না বড়ুয়া পাড়া সহ পুরো উখিয়ায় শোকের মাতম বইছে।

জানা যায়, উখিয়ার ইতিহাসে ইতিপূর্বে বর্বরোচিত এই নজিরবিহীন ঘটনা আর ঘটেনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত খুনিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আরও খবর