র‍্যাবের সঙ্গে ছিনতাইকারীর গুলি বিনিময়: নিহত ১, আহত ৪

ডেস্ক রিপোর্ট • রাজধানীর ইস্টার্ন প্লাজার সামনে র‍্যাবের সঙ্গে ছিনতাইকারীর গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ অবস্থায় এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে, এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে। বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-২ এর কোম্পানি কমান্ডার অফিসার মহিউদ্দিন ফারুকী।

তিনি বলেন, ইস্টার্ন প্লাজের সামনে র‌্যাবের সঙ্গে ছিনতাইকারীদের গুলি বিনিময় হয়। এতে একজন ছিনতাইকারী মারা যায়, আরেক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে।

র‍্যাব জানায়, এ ঘটনায় আমাদের ব্যাটালিয়নের তিন সদস্য গুরুতর আহত হয়েছেন। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

আরও খবর