কক্সবাজারে পুলিশের অভিযানে গ্রেফতার-১১

বার্তা পরিবেশক :

কক্সবাজারের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ১১ জন আসামীকে আটক করেছে পুলিশ। গত ২৩ সেপ্টেম্বর সকাল ৮টা হতে ২৪ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। জেসমিন আক্তার, পিতা- মোঃ মনু মিয়া, সাং-চরকদিয়া, চরবসু থানা- কমলনগর, জেলা- লক্ষীপুর।

২। মোঃ হোসেন, পিতা- মমতাজ আহমদ, সাং- ইউছুফের খিল, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

৩। মোঃ জয়নাল, পিতা- আব্দুস সালাম, সাং- বালুখালী, ২নংওয়ার্ড, হোইক্যাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।

৪। কামরুন্নাহান, স¦ামী- জাকির হোসেন, সাং-লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৫। আকতার হোসেন, পিতা- হাফিজুর রহমান, সাং-লাইট হাউজ পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৬। জসিম উদ্দিন, পিতা- মৃত আশরাফুজ্জামান, সাং- মধ্যম বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৭। সৈয়দ আলম, পিতা- মৃত মোঃ ইসলাম, সাং- মধ্যম বাহারছড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৮। বাপ্পী, পিতা- মোঃ আলম, সাং- নুরুবাড়ী, পশ্চিমকুল, থানা-উখিয়া, জেলা- কক্সবাজার।

য়ারেন্ট সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ আরিফ, পিতা- মৃত আবু বক্কর ছিদ্দিক, সাং- দক্ষিণ সাতজোলা কাটা, ইসলামাবাদ, থানা ও জেলা-কক্সবাজার।

২। দিদারুল আলম, পিতা- মৃত মোশারফ আহম্মদ, সাং- ব্যাপারী পাড়া, থানা ও জেলা-কক্সবাজার।

৩। মাহমুদুল হক, পিতা- মৃত নজির আহম্মদ, সাং- উত্তর রাস্তার পাড়া, খুরুশকুল ইউপি, থানা ও জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর