দীপন বিশ্বাস •
কক্সবাজারের উখিয়ায় আসন্ন শারদীয় দূর্গোৎসব যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে হিন্দু সম্প্রদায়ের বিশিষ্টজনদের সাথে উখিয়া উপজেলা প্রশাসনের প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উখিয়া সহকারী কমিশনার ভূমি ফখরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহিন, উখিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি স্বপন শর্মা রনি, সাধারণ সম্পাদক এডভোকেট রবীন্দ্র দাশ রবি, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদ এর উখিয়া উপজেলা শাখার সদস্য সচিব সাংবাদিক দীপন বিশ্বাস, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সজল কান্তি ধর, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, জালিয়া পালং ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক উল্লাস ধর, হলদিয়া পালং ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক কার্তিক শর্মা, সাধারণ সম্পাদক সুমন শর্মা, ফালংখালী ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পল্লী চিকিৎসক রাষ্টন দেবনাথ, সাধারণ সম্পাদক শিমুল দাশ শিবু, উখিয়া দারোগা বাজার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি উৎফল বিশ্বাস, সাধারণ সম্পাদক পাভেল নাথ, কাশিয়ারবিল পূজা উদ্যাপন পরিষদের সভাপতি শিবু ঘোষ, ধুরুমখালী পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিরেশ্বর শর্মা, সাধারণ সম্পাদক সুমন শর্মা, খালকাচাপাড়া পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুনিল শর্মা, সাধারণ সম্পাদক ছোটন শর্মা, কোটবাজার পূজা উদ্যাপন পরিষদের সাবেক সভাপতি বিভুতি ভুষন দত্ত, বালুখালী পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক চক্রবর্তী প্রমুখ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামান চৌধুরী বলেন- মাননীয় প্রধানমন্ত্রী সনাতন ধর্মাবলম্বীদের জন্য পর্যাপ্ত পরিমান অনুদান বরাদ্দ দিয়েছেন। সেই মতে সকলকে সুসমবন্টন করা হবে এবং সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দূর্গোৎসব পালন করার আহবান জানান। তিনি আরও বলেন- কেউ যাতে পূজা মন্ডপের আশে-পাশে মাদক কিংবা বখাটেপনা করতে না পারে সেদিকে সকলকে সজাক থাকতে হবে। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজার নিরাপত্তার জন্য সাধ্যের চেয়ে অতিরিক্ত দেয়ার চেষ্টা করবো।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-