সীমান্তে মাইন বিস্ফোরণে রো‌হিঙ্গা যুবকের মৃত্যু

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি • বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যানস ল্যান্ডে মাইন বিস্ফোরণে আবদুল ম‌জিদ (৩৬) নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হ‌য়ে‌ছে। সোমবার (২৩ সে‌প্টেম্বর) দুপুর আড়াইটায় ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমা‌ন্তে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, রোহিঙ্গা ওই যুবক সীমান্ত পাড়ি দিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছিলেন। নো ম্যানস ল্যান্ডে পৌঁছালে মাটিতে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তার মৃত্যু হয়।

নাইক্ষ্যংছ‌ড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের মৃত্যুর খবর আমরা পেয়েছি। খোঁজ খবর নিয়ে পরে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।’

আরও খবর