ডেস্ক রিপোর্ট • লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই ডাকাতদলের মধ্যে ‘বন্ধুকযুদ্ধে’ আরিফ হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার শাকচর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটায় এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে একটি এলজি ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার শাকচর এলাকায় দুই ডাকাতদলের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একপর্যায়ে গুলির আওয়াজ শুনে টহল পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে পুলিশের দুই সদস্য আহত হয়। এ সময় জীবন বাঁচাতে তারা ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পরে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
আহতরা হলেন সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোতাহের হোসেন ও কনস্টেবল সোহেল রানা। তাদেরকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন, নিহত আরিফ শাকচর গ্রামের আমির হোসেনের ছেলে। ধারণা করা হচ্ছে আরিফ ডাকাত দলের সদস্য। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-