বিশেষ প্রতিবেদক •
মাত্র ৮০ হাজার পাওনা টাকার জন্য এনজিও কর্মী মাজহারকে হত্যা করেছে ঘাতক আলাউদ্দিন। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনটিই জানিয়েছেন ঘাতক আলা উদ্দিন।
ঘাতক আলা উদ্দিনের বরাত দিয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান,ঘাতক আলা উদ্দিনের সাথে আগে থেকেই সম্পর্ক ছিল এনজিও কর্মী মাজহারের। তাদের অনেক দিনের জানাগুনা। এক বছর ঘাতক আলাউদ্দিনের কাছ থেকে ৮০ হাজার টাকা ধার নেয় এনজিও কর্মী মাজহার। কিন্ত দীর্ঘদিন ধরে পাওয়া টাকা না দিয়ে আজ দেব কাল দেব করে কালক্ষেপন করায় ঘাতক আলাউদ্দিন সুযোগের অপেক্ষায় ছিল। ঘটনার দিন তারা মোটর সাইকেল যোগে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ দিয়ে আসছিল। মটর সাইকেল ড্রাইভ করছিল এনজিও কর্মী মাজহার। এরি মাঝে পথিমধ্যে পাওয়া টাকা নিয়ে তাদের মাধ্যমে কথা কাটাকাটি হয়। মোটর সাইকেলের মধ্যেই চলছে বাদানুবাদ। ঝগড়ার এক পর্যায়ে আলাউদ্দিন পিছন থেকে এনজিও কর্মী মাজহারের গলায় চুরি চালিয়ে দেয়। কিন্ত চুরি পাশ দিয়ে চলে যায়,মটর সাইকেলঅ পড়ে যায়। শুরু হয় ধস্তাধস্তি। তখন তারা মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মরিচ্যা গুরাইয়ার ডিপ রোডে। ধস্তাধস্তির সাথে চলে বিশ্রী গালাগাল। এরি এক পর্যায়ে ঘাতক আলাউদ্দিন উপুর্যপুরী বুকে চুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় মাজহারকে ফেলে পালিয়ে যায়।
এদিকে উখিয়া থানার ওসি আবুল মনসুরের নির্দশনায় এস আই সিদ্ধার্থ সাহা ও এস আই খালেকের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এনজিও কর্মী খুনের একমাত্র পলাতক আসামী আলা উদ্দিন (২৫) কে আটক করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় অভিযান চালিয়ে জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়িতে তার খালার বাড়ি থেকে তাকে একটি মোটর সাইকেল সহ আটক করে।
বৃহস্পতিবারে (১৯ সেপ্টেম্বর) রাতে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা গুরাইয়ারদ্বীপ সড়কের চৌরাস্তার মাথায় এনজিও কর্মী মাজহারুল ইসলাম নামের ব্যক্তি কে খুন করে পালিয়ে যায় আলা উদ্দিন। আলা উদ্দিন উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোঃ শফির বিল গ্রামের জাফর আলমের ছেলে বলে জানিয়েছেন উখিয়া থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ নুরুল ইসলাম মজুমদার।
উল্লেখ্য,গুরুতর আহত অবস্থায় সে উদ্ধার কারীদের জানিয়েছিলেন উখিয়া উপজেলার ইনানী এলাকার আলা উদ্দিন নামে এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। স্থানীয় লোকজন আলাউদ্দিনের বাপের নাম কি জিজ্ঞাসা করলে ততক্ষণে সে মাটিতে ঢলে পড়ে যায়। আর কথা বলতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য মনজুর আলম জানান, স্থানীয় লোকজন ছুরিকাঘাতে গুরুতর আহত যুবক পড়ে থাকতে দেখে আমাকে খবর দিলে আমরা দ্রুত তাকে উক্ত স্থান থেকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিদিনের খবরগুলো আপনার ফেসবুক টাইমলাইনে পেতে নিচের লাইক অপশনে ক্লিক করুন-