টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ৩

গিয়াস উদ্দিন ভুলু • কক্সবাজার জার্নাল

সীমান্ত এলাকা টেকনাফে মাদক পাচার প্রতিরোধ করার জন্য সক্রিয় ভাবে কাজ করে যাচ্ছে।

টেকনাফে দায়িত্বরত র‍্যাব সদস্যরা। সেই সুত্র ধরে হ্নীলা লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে ১০ হাজার ইয়াবাসহ মাদক পাচারে জড়িত তিন কারবারীকে আটক করেছে র‍্যাব-১৫।

আটক মাদক পাচারকারীরা হলেন, টেকনাফের হ্নীলা লেদা এলাকার মৃত কালু মিয়ার পুত্র মোঃ কামাল হোসেন (২৬), টেকনাফ সদরের নাজির পাড়া এলাকার আব্দুর শুক্কুরের পুত্র মোঃ শহিদুল উল্লাহ (২২), একই এলাকার আবুল হাসেমের পুত্র গফুর আলম (২৬)।

২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধা সাড়ে ৬ টার দিকে হ্নীলা ইউনিয়ন লেদা রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মিয়ানমারের উৎপাদিত মরন নেশা ইয়াবাসহ ৩জনকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব-১৫ সিপিপির টেকনাফ ক্যাম্প শাখার ভারপ্রাপ্ত ইনর্চাজ অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এ সব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হ্নীলা ইউনিয়ন লেদা পুরাতন রোহিঙ্গা ক্যাম্প-২৪ সংলগ্ন এলাকায় একটি দোকানে ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে অভিযানে গেলে ঐ স্থান থেকে ১০ হাজার ইয়াবাসহ ৩ অপরাধীকে আটক করা হয়।

তিনি আরও বলেন,আটক তিন মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

আরও খবর