দক্ষিণ রুমালিয়ার ছরার কলিমুল্লাহ সিকদার আর নেই

নিজস্ব প্রতিবেদক •

কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছরাস্থ টেকনাফ পাহাড়ের নীচে সবুজবাগ নিবাসী, সবুজবাগ জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব কলিম উল্লাহ সিকদার (৭৮) (প্রকাশ-হারুনের বাপ) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

বুধবার ১৮ সেপ্টেম্বর রাত ৮ টা ২৫ মিনিটে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুম আলহাজ্ব কলিমুল্লাহ সিকদার দুরারোগ্য ক্যান্সার ব্যাধিতে ভুগছিলেন। বিষয়টি মরহুমের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট ঠিকাদার হারুনর রশিদ নিশ্চিত করেছেন।

মরহুম মৃত্যূকালে স্ত্রী, ৬ পুত্র ও ৩ কন্যা সন্তান রেখে যান। বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর কক্সবাজার হাসেমিয়া কামিল মাদ্রাসার মাঠে মরহুম কলিমুল্লাহ সিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে হারুনর রশিদ জানিয়েছেন।

আরও খবর