মেরিন ড্রাইভে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

জাহাঙ্গীর আলম • ইনানী (উখিয়া)

ইনানী মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে জিপ গাড়িতে বিশেষ কায়দায় লুকানো দশ হাজার পিস ইয়াবাসহ ফেরদৌস নামের এক যুবককে আটক করেছে ইনানী পুলিশ ফাঁড়ি।

বুধবার বিকাল ৩টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফেরদৌস টেকনাফ উত্তর নয়া পাড়ার এলাকার হাজী আশরাফ আলীর ছেলে।

ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিদ্ধার্থ সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ইয়াবা আসছে জানতে পেরে প্রতিদিনের ন্যায় চেকপোস্ট বসিয়ে টেকনাফ থেকে ছেড়ে আসা জিপ গাড়ি গতিরোধ করে ওই গাড়িতে কৌশলে রাখা দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হচ্ছে বলেও জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ।

আরও খবর